পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিজানুর রহমান মিজান (২৭) নামে এক যুবক। মিজানের বাড়ি সিলেটের মোগলাবাজার এলাকায়।

এ বিষয়ে পর্তুগালের লিসবনের সান্তামারিয়া হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ডা. রিকবেন্ত বলেন, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কিন্তু ১৭ দিন কোমাতে থাকার পর লিসবন সময় সকাল ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

গত ১৯ জুন শনিবার দুপুর ১টায় পর্তুগালের রাজধানী লিসবনের আলকান্তা এলাকায় ইলেকট্রিক বাইসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মিজান। এরপর থেকে লিসবনের সান্তামারিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ ব্যাপারে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তসলিম উদ্দিন বলেন, পর্তুগালে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা রাইড শেয়ারিং (উবার) এর কাজ করেন। বিশেষ করে ইলেক্ট্রনিক বাইসাইকেল দিয়ে আমরা সবসময় তাদের নিয়ে উদ্বিগ্ন থাকি। তাদের বলতে চাই সাইকেল দিয়ে খাবার ডেলিভারির সময় ট্রাফিক আইন মেনে চলুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *