৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। ইসরায়েলি সেনার দাবি- সশস্ত্র সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায় তারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেরিকো শহরের কাছে আকাবাত জাবর শরণার্থী শিবিরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর ১৭ বছর বয়সী জিব্রিল মোহাম্মদ কামাল আল-লাদার মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর তিনজনসহ আরও ছয়জন আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সশস্ত্র সন্দেহভাজনরা সৈন্যদের লক্ষ্য করে গুলি চালালে তারা পাল্টা জবাব দেয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় কোনো সৈন্য আহত হয়নি। তবে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষে চলতি বছর নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১০১ এ পৌঁছেছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com