পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইহুদীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানোয় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গে একটি সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) বন্দুকধারীর গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বন্দুকধারী হামলার সময় ‘সব ইহুদি মরে যাক’ স্লোগান দিতে থাকে।
স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় স্কুইরেল হিলসংলগ্ন ‘ট্রি অব লাইফ’ সিনাগগে এ হামলা চালানো হয়। বিশেষ অনুষ্ঠান চলাকালে সিনাগগে চালানো এই হামলায় উপাসনারত ১১ জন নিহত ও চার পুলিশ সদস্যসহ ছয়জন গুরুতর আহত হন।
পুলিশ হামলাকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশের সঙ্গেও সন্দেহভাজন হামলাকারী রবার্ট বাউয়ার্সের (৪৬) গুলিবিনিময় হয়।
পেনসিলভানিয়া পশ্চিমাঞ্চলে নিযুক্ত অ্যাটর্নি স্কট ব্রাডি বলেছেন, ‘রবার্ট বাউয়ার্সের কর্মকাণ্ড মানবতার ইতিহাসে নিকৃষ্টতম হিসেবে গণ্য হবে। আমি এর তদন্ত ও বিচার আয়োজনে আমার সব ধরনের রিসোর্স ব্যবহার করব।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ স্যাসন্স এর আগে বলেন, ফেডারেল আইনজীবীরা মৃত্যুদণ্ডের আবেদন করতে পারেন।
বাউয়ার্স অনলাইনে ইহুদিবিদ্বেষী পোস্ট করতেন। শনিবার সকালেও এমন একটি পোস্ট দেন তিনি। অন্য একটি পোস্টে যুক্তরাষ্ট্রে ইহুদিদের ‘উপদ্রব’ বন্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গালিগালাজ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভবনের ভেতরে সশস্ত্র নিরাপত্তাকর্মীরা থাকলে এটি হতে পারত না।
যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র আইনের সঙ্গে এ হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সেখানে অস্ত্রধারী নিরাপত্তাকর্মীর উপস্থিতি নিশ্চিত করা গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন দি অ্যান্টিডিফামেশন লিগ ও জিউইশ কাউন্সিল ফর পাবলিক অ্যাফেয়ার্স এ হামলাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইহুদিদের ওপর সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ এপ্রিল কানসাস অঙ্গরাজ্যের দুটি জায়গায় ইহুদিদের লক্ষ্য করে চালানো বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হন।
হাউস অফ লর্ডসে লেবার পার্টির একজন ঊর্ধ্বতন সদস্য বলেছেন, সব পার্টির লোকদের মধ্যেই কিছু না কিছু ইহুদী বিদ্বষ রয়েছে।
লেবার পার্টি থেকে ইসরাইল নিয়ে বিরূপ মন্তব্য দল থেকে বহিষ্কারও হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদীদেরকে নিয়ে লেবার পার্টির এমপি নাজ শা বিরুপ মন্তব্য করলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
হিটলারকে ইতিহাসের একজন মহান ব্যক্তি হিসেবে আখ্যায়িত করায় লেবার পার্টির একজন কাউন্সিলও দল থেকে বহিষ্কার হয়েছেন। এরকম আরও অনেক নজীর রয়েছে।
ইহুদী বিদ্বেষ নিয়ে আমেরিকানদের মধ্যেও কানাঘোষা শোনা যায়।
এর আগে উত্তর আমেরিকায় ইহুদী সেন্টারে বোমা আতঙ্কের সংবাদও পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গে একটি সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) আক্রমণের ঘটনাও ইহুদী বিদ্বেষ থেকেই হয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ।