পুড়ছে কাশ্মীর থেকে দিল্লী
জাহাঙ্গীর বাবু
মারছে মুসলিম দেখছে মুসলিম
ধৈর্য্যে ইসলাম,বরাবরের মতো
হেরেমের আরামে আরব বিশ্ব!
মাজহাব ভাগাভাগিতে আমরা নিঃস্ব!
ভারতের মুসলিম নির্যাতিত
রাজনীতির জালে জর্জরিত
কাশ্মীর থেকে দিল্লী
এখনকার হিটলার মোসিলিনী
রাক্ষস,রাবণ মোদি।
দেখুক বিশ্ব,দেখুক নষ্ট বিবেক
মুখে বলি জীবিত জাগতিক মানবতা
চারদিকে ইসলাম নিধনে
জোট বেঁধেছে হিংস্র হায়েনা!
ওদের ধর্ম নেই, ওরা মানুষ নয়
কাশ্মীর থেকে দিল্লী
মুসলিমের আহাজারি
ইসলামের কান্ডারী আরব বিশ্ব
শুধু দাও হুশিয়ারী
আমরা দেখি, যদি মুসলিমের উপর হয় নির্যাতন
সৌদি আরব,দুবাই,বাহরাইন,ওমান
থেকে বের করে দিবে হিন্দু ভারতী।
দিবে না,পারবেনা, যুগ নেই আর
চালাবে তরবারি, যুগ এসেছে মিসাইল,স্যাটেলাইট, পরমানবিক বোমের
শুধু রয়ে গেছে কাটাকাটি হানাহানি
রাজনীতির প্যাঁচে মুসলিম নির্যাতিত
যুগে যুগে,এখন ভারতবর্ষে!
অমিতশাহ, মোদির মসনদ ভেঙে হবে
খান খান, যদি জাগে সাচ্চা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান
মোদি জি সাবধান,
লড়াই শুরু করেছেন আপনি
শেষ করবে হয়তো মুসলমান
যার আছে পাক্কা ঈমান।
এ জালিয়ান ওয়ালাবাগ নয়
এ বৃটিশ আমল নয়,নেতা আসবে
নেতা জাগবে, যে হবে মানব ধার্মিক
মুখ্য নয়,সে হিন্দু নাকি মুসলমান।
হে, আল্লাহ রাব্বুল আলামিন
শান্ত করে দাও তোমার কুদরতি কুদরতে
কাশ্মীর থেকে দিল্লী রক্তাক্ত
চলছে খুন রাহাজানি
তোমরাও মানুষ রইলে না আর
তোমাদের চাইতে উত্তম ছিলো বুঝি সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক বৃটিশ,
কিলার হিটলার,ফ্যাসিস্ট মোসলিনী!
কাশ্মীর থেকে দিল্লী জ্বলছে, পুড়ছে
মানুষ শুধু দেখছে,মানুষ মানুষ মারছে!
জাগতিক মানবতা ভুলুন্ঠিত হচ্ছে
নষ্ট বিবেক গুলো মরণ খেলা খেলছে!
হিপটোনাইজড বিবেক গুলো মুসলিম
মেরে মানবতার কথা বলছে!
কাশ্মীর থেকে দিল্লী পুড়ছে
রক্তাক্ত কাশ্মীর, জ্বলন্ত দিল্লী
ধর্ম নিয়ে, জাত নিয়ে, বর্ণ নিয়ে
রক্তের হোলি, নিকৃষ্ট রাজনীতি।
হনুমান উঠেছে মিনারে উঠুক
পড়ছে লাশ পড়ুক, দেখছে বিবেক দেখুক
ধ্বংস করছে দেশ সাধারণমানুষ বাঁচুক।
অন্ধ বধির মানবতা নিজের জন্য জাগুক।
সারা বিশ্বে মুসলিমের রক্ত ঝরছে
মজলুম মুসলিম অত্যাচারিত হচ্ছে
অসহায় মুসলিম আহত, নিহত, খুন হচ্ছে
নিরুপায় কবির কবিতায় রক্তক্ষরণ হচ্ছে।
২৭-২-২০২০