প্রস্ফুটিত রূপের মুগ্ধতা | সুলতানা রিজিয়া

প্রস্ফুটিত রূপের মুগ্ধতা | সুলতানা রিজিয়া

প্রস্ফুটিত রূপের মুগ্ধতা | সুলতানা রিজিয়া

যায় যায় করে আজও গেলোনা
গ্রীষ্মের রোদেলা সোহাগ। মাঝে মাঝে
আকাশের বুকজুড়ে জলে ভরা
কালো মেঘের থমকে থাকা,
কখনো বা চৈতালি বাউরি মাতাল
বাতাসের হুল্লোড়ে খসে পড়ে বৃক্ষপত্র।

রাতের আঁধার জুড়ে টুপটাপ শিশিরের
প্রপাতে জেগে ওঠে হিম কণারা,
বেলা বাড়ার সাথে সবুজ মখমলে
ঝরে পড়ে সুখময় যাপনের আহ্লাদ।

অমূলক ভয় ভীতির চৌকাঠ পেরিয়ে
কলিরা আঁখি মেলে প্রস্ফুটিত রূপে
চৌদিকে মুগ্ধতার পসরা সাজায়
প্রকৃতির সাথে সৃষ্টির মেলবন্ধনে।

০২/১০/২০১৯
আমার হাতে গড়া বাগান কম বেশি ফুলে ফলে ভরে উঠেছে। এটাই অনেক বড় প্রাপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *