প্লাস্টিক বোতল জমা দিন, গাছ নিন
পাথেয় রিপোর্ট : স্লোগানটাই মধুর। পরিবেশকে সুন্দর রাখার জন্য এরচেয়ে আর ভালো খবর কী আছে? ‘প্লাস্টিক বোতল জমা দিন, পরিবেশবান্ধব গাছ নিন’। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভতীচ্ছু শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েস, বাকৃবি শাখার স্টলে একটি খালি প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে একটি গাছ।
ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ ও ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি এমন উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
শনিবার গ্রিন ভয়েসের স্টলে গিয়ে কথা হয় বাকৃবি শাখার সভাপতি উসামা ইবান ওহীর সাথে।
তিনি বলেন, মূলত প্লাস্টিকের বোতল যত্রতত্র ফেলা পরিবেশের জন্য হুমকি। এ বিষয়ে সচেতনতার লক্ষ্যে বোতলের বদলে চারা গাছ দেওয়া হচ্ছে। ভতীচ্ছু শিক্ষার্থীরা তৃষ্ণা মেটাতে পানির বোতল কেনে। পানি পান করা শেষ হলে ওই বোতল যত্রতত্র ফেলে, এটি থেকে রক্ষা পেতেই আমরা এমন উদ্যোগ হাতে নিয়েছি।
এ ছাড়াও আমরা ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন স্থানে অন্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করেছি। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সেখানেও ময়লা-আবর্জনা ফেলতে পারবেন।