ফারুক নওয়াজ— এর বাবা এবং মা
মা যদি হয় স্নেহের আঁধার মা যদি হয় আদর..
মা যদি হয় হিম-সকালে ওম মাখানো চাদর..
মা যদি হয় কোলটি জুড়ে ঘুমপাড়ানো আসন..
বাবা তখন দুষ্টু খোকার পড়তে বসার শাসন।
মা যদি হয় চোখ রাঙিয়ে খেলতে যাওয়ার বাধা..
মা যদি হয় হালকা বকা– খুকুর শুরু কাঁদার।
বাবা তখন দাঁড়ায় পাশে বাইরে থেকে এসে;
দশ্যিখুকু বাবার পরশ পেয়েই ওঠে হেসে।
মা যদি হয় স্বপ্ন-সোহাগ মা যদি হয় মায়া..
মা যদি হয় প্রখর রোদে শান্তিসুখের ছায়া..
বৃষ্টি-ঝড়ে বাবা তখন হন যে বসত-বাটি;
মাথার ওপর ছাদ যে বাবা, পিঠের নিচে মাটি।
মা যদি হয় চৈতালি চাঁদ আলোর বাঁধনহারা
বাবা তখন পুবআকাশে সুখের ধ্রুবতারা..
চলার পথে বাবার আশিস শক্তি যোগায় পায়ের..
নেই তুলনা বাবার এবং নেই তুলনা মায়ের।