ফের নেতানিয়াহুর সাথে বাইডেনের ফোনালাপ

ফের নেতানিয়াহুর সাথে বাইডেনের ফোনালাপ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ১০ মে থেকে গাজায় চলমান সহিংসতায় কমপক্ষে ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে ৬৩ জন শিশু। সহিংসতার ঘটনায় আরো প্রায় ১,৫০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে, সহিংসতার ঘটনায় ইসরায়েলে ১২ জন মারা গেছেন। এর মধ্যে দুইটি শিশুও রয়েছে। এ ছাড়াও কমপক্ষে ৩০০ ইসরায়েলি আহত হয়েছেন।

এমন সহিংসতা নিয়ে চতুর্থবারের মতো বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নেতানিয়াহুর সাথে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন। এমনটিই জানিয়েছে হোয়াইট হাউস। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এদিকে, গাজায় ইসরায়েলি সহিংসতা নিয়ে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও খুব বেশি অগ্রগতি হয়নি। ইসরায়েলি হামলা শুরুর পর গত এক সপ্তাহে তিনবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে এখন পর্যন্ত হামলা বন্ধের আহ্বান জানিয়ে কোনো বিবৃতি নিরাপত্তা পরিষদ দিতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *