২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, চলমান অমর একুশে বইমেলার সময় আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। রবিবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এ কথা জানিয়েছেন তিনি।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ভার্চ্যুয়ালি বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। কিন্তু আজ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, সময় বেড়েছে বইমেলার, শেষ হবে ১৭ মার্চ।
১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার রীতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার দুই সপ্তাহ দেরিতে শুরু হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে বইমেলার দোকান। রাত ৮টার পর কেউ মেলায় ঢুকতে পারবে না। তবে ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।