২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর থেকে রোহিঙ্গাদের চাপ কমানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র এ দেশে আশ্রিত কিছু রোহিঙ্গাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরের প্রাক্কালে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রাকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলেট। তিনি বলেন, ‘মিয়ানমারের পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। এ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
ডেরেক শোলেট আগামী মঙ্গলবার বাংলাদেশ সফরে আসতে পারেন। তার ওই সফরটি প্রায় ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে। এ সফরে রোহিঙ্গা সংকট এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে।
শোলেট বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘন ঘন বাংলাদেশ সফরে আসছেন।
গণতন্ত্র সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর বলেন, তারা স্বীকার করেন যে কোনো গণতন্ত্রই নিখুঁত নয়। কিন্তু তারা সবসময় নিজেদের ভালো করার চেষ্টা করেন এবং তাদের ভুল স্বীকার করে উন্নতি করার চেষ্টা করেন।
তিনি বলেন, তারা অংশীদারি ও বন্ধুত্বের চেতনা থেকেই সংবাদপত্রের স্বাধীনতা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নাগরিক সমাজের কথা বলেন।
এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলেটের আসন্ন সফর বাংলাদেশ-মার্কিন সম্পর্ক জোরদার করতে সহায়তা করবে। তিনি বলেন, ‘কাউন্সেলর ডেরেক শোলেট বাংলাদেশ সফর করবেন। তার সফরের উদ্দেশ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা।’