১৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১৯শে মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি থেকে মিতালি এক্সপ্রেস আগামী ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। গত দুই বছর ট্রেন চলাচল বন্ধ থাকার পর চলতি বছরের মে মাসে ঢাকা-কলকাতা মৈত্রী ও কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস চালু হয়। তাছাড়া জুন মাসে চালু হয় নিউজলপাইগুড়ি থেকে মিতালি এক্সপ্রেস।
তবে এবার করোনা পরিস্থিতির জন্য নয়। মৈত্রী, বন্ধন ও জলপাইগুড়ি থেকে মিতালি এক্সপ্রেস বন্ধ হচ্ছে বাংলাদেশের পদক্ষেপে। বাংলাদেশ সরকার সাময়িক সময়ের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের।
জানা গেছে, কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি থেকে মিতালি এক্সপ্রেস আগামী ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে, বাংলাদেশ রেল দপ্তর সাত দিনের জন্য ওই রুটে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ রাখতে চায়।
সামনে ঈদের উৎসব। এর জন্যেই আপাতত রেল পরিষেবা বন্ধ থাকবে বলে মনে করা হচ্ছে। এর আগে করোনা পরিস্থিতির সময় ভারত-বাংলাদেশ রেল পরিষেবা বন্ধ ছিল।