২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয় বাস। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে দুই জন পুরুষ ও এক নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সেটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছে আরো দুজন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে বলে জানান ওসি।