বিএসএফের গুলিতে গুরুতর আহত ঠাকুরগাঁওয়ের জহিরুল ভারতের হাসপাতালে চিকিৎসাধীন

বিএসএফের গুলিতে গুরুতর আহত ঠাকুরগাঁওয়ের জহিরুল ভারতের হাসপাতালে চিকিৎসাধীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাংলাদেশ সীমান্তে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে গুলিবিদ্ধ হয়েছেন একজন বাংলাদেশি নাগরিক। গুরুতর আহত ব্যক্তির নাম জহিরুল ইসলাম। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার গেরওয়াডাঙ্গী এলাকায়।

বিএসএফ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকার নরগাঁও বিওপির কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনসিডিল পাচারের সময় ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে পাচারকারীরা বিএসএফ জওয়ানদের ওপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। আত্মরক্ষায় গুলি চালালে ওই পাচারকারী আহত হয়। এ সময় পাচারকারীদের হামলায় এক বিএসএফ সদস্য আহত হয়েছেন।

বিএসএফ জানায়, জখম অবস্থায় ওই ব্যক্তিকে ভারতের ইসলামপুর মহকুমা হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *