বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গ্যাসের পাইপলাইনে জরুরি প্রতিস্থাপন-অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকা মহানগরীর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁ-জনপথ রেলক্রসিং এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন-অপসারণ কাজের জন্য উত্তরখান, দক্ষিণখান, উত্তরার ৬ এবং ৮ নম্বর সেক্টরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এসব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *