পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গ্যাসের পাইপলাইনে জরুরি প্রতিস্থাপন-অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকা মহানগরীর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁ-জনপথ রেলক্রসিং এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন-অপসারণ কাজের জন্য উত্তরখান, দক্ষিণখান, উত্তরার ৬ এবং ৮ নম্বর সেক্টরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এসব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।