বেফাকের রেজিষ্ট্রেশন বাতিল হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি

বেফাকের রেজিষ্ট্রেশন বাতিল হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আওতাধীন রেজিষ্ট্রেশন বাতিল করা মাদরাসার শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ডটি।

বুধবার (১১ মার্চ) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মহাপরিচালক অধ্যাপক মাওলানা যােবায়ের আহমাদ চৌধুরী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৮ সনের ৪৮নং আইন দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান।

অত্র প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনভূক্ত কতিপয় মাদরাসার পরিচালক ও প্রিন্সিপাল উল্লেখিত আইনের ১(৩) ধারা, ২(১) ও ২(২) ধারা পরিপন্থী অবস্থান গ্রহণের কারণে অত্র বাের্ড তাদের অ্যাফিলিয়েশন (Affiliation) বাতিল করেছে।

অ্যাফিলিয়েশন (Affiliation) বাতিলকৃত মাদরাসার সমূহের শিক্ষার্থীবৃন্দ বেফাকভূক্ত যে কোন মাদরাসা অথবা ২০২০ সালে অনুষ্ঠিতব্য বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড) এর সকল পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে।

এফিলিয়েশন (Affiliation) বাতিলকৃত মাদরাসা সমূহের শিক্ষার্থীদের পরবর্তী ২০-০৩-২০২০ তারিখের মধ্যে অত্র বাের্ডের সাথে যােগাযােগের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণে পদক্ষেপ গ্রহণে নির্দেশ দেয়া গেল।

উল্লেখ্য, কওমি মাদরাসার নীতিমালা লঙ্ঘণ করায় ১১টি মাদরাসার রেজিষ্ট্রেশন বাতিল করেছে বোর্ডটি। সে মাদরাসাগুলোর ছাত্রদের পরীক্ষা জন্যই এ ভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *