পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ব্যাঙ্কক শহরের কেন্দ্রে বিলাসবহুল শপিং মল সিয়াম প্যারাগনে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে থাই পুলিশ জানিয়েছে। এতে তিনজন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থাই প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ১৪ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে একটি হ্যান্ডগান ব্যবহার করছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা একটি গোলাগুলির পরিস্থিতির কথা জানিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে ক্রেতাদের দৌড়ে মলের বাইরে বেরিয়ে যেতে দেখা যায়। এর পর থেকে মলের সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শপিং সেন্টারের ভেতর থেকে নেওয়া বলে মনে হওয়া কিছু ভিডিও অনলাইনে প্রকাশ পেয়েছে। একটি ভিডিওতে ব্যস্ত মলে চারটি বিকট আওয়াজ স্পষ্ট শোনা যায়, যা গুলির মতো শোনাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা অনলাইনে জানিয়েছে, তারা দোকান ও বাথরুমের ভেতরে লুকিয়ে ছিল।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মলের কাছাকাছি সিয়াম মেট্রো স্টেশনটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র : বিবিসি