ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ১৯

ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ১৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাজিলের সাও পাউলো রাজ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৭ শিশুসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। গত শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির এসব ঘটনা ঘটেছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

দেশটির জননিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাও পাওলো রাজ্যে ৪ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। তিন দিনের বৃষ্টিপাতে প্রায় ৫০০ মানুষ গৃহহীন হয়েছেন এবং নিখোঁজ আছেন আরও ৪ জন।

এদিকে, রবিবার (৩০ জানুয়ারি) দুর্যোগপীড়িত এলাকা পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্তদের জন্য ২৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন সাও পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এম্বু দাস আরতেস এবং ফ্রাংকো দ্য রোচাসহ রাজ্যের ১০টি শহর ও ৬৪৫টি মিউনিসিপ্যালটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *