ব্রাহ্মণবাড়িয়ায় ৮ দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বিতরণ পাইপলাইনের ত্রুটি মেরামতের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কিছু অংশ ও সরাইল উপজেলায় আট দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ককে চার লেন মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের ইউটিলিটি সিফটিং (প্যাকেজ-১) এর আওতায় ঘাটুরা টিবিএস থেকে সরাইল উপজেলার বিশ্বরোড পর্যন্ত নির্মিত ছয় ইঞ্চি ব্যাসের চারবার চাপের মূল বিতরণ গ্যাস পাইপলাইনে ত্রুটি দেখা দিয়েছে। ২০ নভেম্বর সকাল ৬টা থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা নাগাদ এই ত্রুটি মেরামতের সময় নির্ধারণ করা হয়েছে। যে কারণে ওই সময়ে ঘাটুরা থেকে উত্তর দিকে সরাইল পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *