৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার মুফতি হেমায়েতুল্লাহ নুর-এর ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ার মুফতিয়ে আজম আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহ.এর সাজেবজাদা, মুফতি হেমায়েতুল্লাহ নুর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে, আজ সকাল ৭টা ৩০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৫৯ বছর।

মুফতি হেমায়েতুল্লাহ নুর রহ. ছিলেন জামিয়া মাখযানুল উলুম খাটিহাতা মাদরাসার মুহাদ্দিস ও ইসলামপুর আমেনা ‍খাতুন মাদরাসার ১৫ বছর যাবত শাইখুল হাদিস। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্যাপারীপাড়া মসজিদের ইমাম ও খতিব ছিলেন। গত রাতেও তিনি এই মসজিদে তারাবির নামাজ পড়িয়েছেন।

মুফতি হেমায়েতুল্লাহ নুর রহ. ঢাকার আরজাবাদ মাদরাসা থেকে হিফজ সমাপ্ত করেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদরাসায় শরহে বেকায়া জামাত পযর্ন্ত পড়ালেখা করেছেন। পরে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। এরপর লাক্ষনৌর নদওয়াতুল উলামা মাদরাসায় উচ্চতর আরবি সাহিত্য পড়েন।

আজ (১৭ এপ্রিল) তারাবিহ নামাজের পর রাত ১০টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার সরকারী কলেজ মাঠে তার জানাজা অনুুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি স্ত্রী, ১ মেয়ে ও অসংখ্য ছাত্র-গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com