২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামা হিন্দের সাবেক সভাপতি উপমহাদেশের অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার ফিদায়ে মিল্লাত আসআদ মাদানী রহ. বিশ্বের মুসলমানের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে স্কুল প্রতিষ্ঠার আহ্বান জানাতেন। তখন কোনো কোনো আলেমও বিষয়টি নিতে পারতেন না। আলেম হয়ে মাদরাসা প্রতিষ্ঠার কথা না বলে স্কুল প্রতিষ্ঠার কথা কেন বলছেন। লন্ডনে অসংখ্য অনুষ্ঠানে এমন বক্তব্য সাধারণ মানুষ ও আলেমদের সামনে উপস্থাপন করেছেন বলে জমিয়তে উলামা হিন্দ সূত্রে জানা যায়।
গত বুধবার জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানি আগামী শিক্ষাবর্ষের শিক্ষাবৃত্তি ঘোষণা করে একই কথা বলেছেন দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও ফিদায়ে মিল্লাত রহ.-এর ভাই জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি। তিনি বলেছেন, বর্তমান সময়ে আমাদের স্কুল প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে। যে স্কুলগুলোতে সিলেবাস থাকবে সরকারের আর শিক্ষা থাকবে দীনের ধাচে। আধুনিক ও দুনিয়ার শিক্ষা সময়ের দাবি।
তিনি আরো বলেন, আমাদের এ শিক্ষাবৃত্তি অনেক মেধাবী ও পরিশ্রমী সন্তানের ভবিষ্যত উজ্জ্বল করতে পারে, যারা আর্থিক অসুবিধার কারণে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের জন্যও
আল্লামা আরশাদ মাদানি বলেন, ভারতজুড়ে এখন যে ধরণের ধর্মীয় ও আদর্শিক যুদ্ধের সূচনা হয়েছে, তার মোকাবেলা কোনও অস্ত্র বা প্রযুক্তির মাধ্যমে করা সম্ভব নয়; বরং এই যুদ্ধ জয়ের একমাত্র উপায় আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করে এমনভাবে যোগ্য হিসেবে গড়ে তোলা, যাতে নিজেদের জ্ঞান এবং প্রতিভার অস্ত্র দিয়ে এই আদর্শিক যুদ্ধে প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম হয়। যাতে তারা সাফল্যের সেই গন্তব্যসমূহে পৌঁছাতে পারে, যেখান পর্যন্ত রাজনৈতিকভাবে আমাদের পৌঁছানো কঠিন থেকে কঠিন করে তোলা হয়েছে। সূত্র: বাসিরাত অনলাইন