ভ্রমণকারীদের জন্য খুলছে অস্ট্রেলিয়ার সীমান্ত

ভ্রমণকারীদের জন্য খুলছে অস্ট্রেলিয়ার সীমান্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা করোনা টিকার পূর্ণ ডোজ নেয়া ভ্রমণকারী ও অন্য ভিসাধারীদের জন্য সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এতে প্রায় দুই বছর পর সীমান্ত খুলছে দেশটির।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনের উদৃত্তি দিয়ে সোমবার (০৭ ফেব্রুয়ারি) বিবিসি এ খবর জানিয়েছে।

স্কট মরিসন বলেন, ‘আপনি যদি টিকার দুই ডোজ নিয়ে থাকেন, তাহলে আমরা আপনাকে স্বাগত জানানোর দিকে নজর দিচ্ছি।’

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে সীমান্ত খুলে দেয়া হতে পারে। এ সিদ্ধান্তকে বিশ্বের নানা খাত থেকে স্বাগত জানানো হয়েছে।

বিশেষ করে, বিশ্বের অনেক দেশ থেকে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় লেখাপড়ার জন্য যান। সীমান্ত খুলে দেয়ায় স্থগিত হয়ে যাওয়া তাদের শিক্ষা কার্যক্রম আবারও শুরু হবে।

করোনা মহামারি চলাকালে বিশ্বের যেসব দেশ সীমান্তে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করেছিল, তাদের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম।

২০২০ সালের মার্চে অস্ট্রেলিয়া সরকার তাদের সব সীমান্ত বন্ধ করে দেয়। সেইসঙ্গে তারা অধিকাংশ বিদেশিদের তাদের দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ পরিস্থিতিতে গত ডিসেম্বরে সীমিতসংখ্যক বিদেশি শিক্ষার্থী ও দক্ষ অভিবাসী অস্ট্রেলিয়ায় প্রবেশের সুযোগ পান।

সোমবার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী মরিসন বলেন, সীমান্ত পুরোপুরি খুলে দেয়ার প্রেক্ষিতে যারা অস্ট্রেলিয়ায় প্রবেশ করবেন, তাদেরকে অবশ্যই টিকা গ্রহণের প্রমাণ প্রদর্শন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *