২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গ্যাস লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভৈরব বাজার সংলগ্ন মুসলিমের মোড় থেকে কুলিয়ারচর পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভৈরব বাজার সংলগ্ন মুসলিমের মোড় থেকে কুলিয়ারচর পর্যন্ত এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া চাপ কম থাকতে পারে আশপাশের এলাকায়ও।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।