২৮শে ফেব্রুয়ারি, ২০২১ ইং , ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য মজিদ মণ্ডল বৃহস্পতিবার ঢাকায় তার নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মণ্ডল গ্রুপের চেয়ারম্যান মজিদ মণ্ডল ২০১৪ সালে সংসদ সদস্য হয়েছিলেন। ওই আসনে এখন সংসদ সদস্য তার ছেলে আব্দুল মমিন মণ্ডল।