মাঘের হাড়কাঁপানো শীতের ভোরে শুরু তাড়াইল ইজতিমা

মাঘের হাড়কাঁপানো শীতের ভোরে শুরু তাড়াইল ইজতিমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: দেশজুড়ে যখন তীব্র শীত। ঠাণ্ডায় হিম ধরে আসার উপক্রম চারিদিক। ঠিক তখনই মাঘের এই সকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বেলঙ্কা গ্রামে হাওরের কুলঘেষে শুরু হলো আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুম এর ঐতিহাসিক তাড়াইল ইজতিমা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, ছয় তসবীহের আমল ও বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিনদিনব্যাপী এই ইজতিমা।

বেলঙ্কা, ইছাপশর, দামিহা, জাওয়ার, তাড়াইল, সাচাইলসহ আশপাশের এলাকার মানুষ ইতোমধ্যে ময়দানে এসে জমা হয়েছে। ঢাকা থেকেও একাধিক জামায়াত গতকাল শামিল হয়েছে। জুমুআর নামাজ অবধি মাঠ কানায় কানায় ভরে উঠবে বলে অভিজ্ঞতা বলে। আজ জুমআর নামাজ পড়ানোর কথা রয়েছে, ভারতের প্রখ্যাত আলেম মুফতি আফফান মানসুরপুরী হাফিজাহুল্লাহ–এর।

প্রতিবারের মতো এবারও দেশ বিদেশ থেকে প্রখ্যাত উলামা মাশায়েখগণ এতে উপস্থিত হবেন এবং বয়ান করবেন। তাদের মধ্যে, যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থ্যা আল খায়ের ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবী রহ. এর উত্তরসূরী ইমাম কাসেম রশিদ আহমাদ দামাত বারাকাতুহুম, দারুল উলুম দেওবন্দ এর হাদীস বিভাগের মুশরিফ মুফতি আব্দুল্লাহ মারুফী , ভারতের প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘আমরুহা মাদরাসার’ সদরুল মুদাররিস, আওলাদে রাসূল মাওলানা কারী আফফান মনসুরপুরী দামাত বারাকাতুহুম। দিল্লীর জামি’আ সাইয়্যিদুল মাদারিস এর মুহতামিম, বিশিষ্ট মুফাসসিরে কুর’আন ও সুবক্তা, জুলফিকার আলী নকশবন্দী আল মুজাদ্দেদী দামাত বারাকাতুহুম এর অন্যতম খলীফা শায়েখ আনিস আহমাদ আযাদ বিলগ্রামী।

উল্লেখ্য যে, প্রায় দেড় যুগ ধরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বেলঙ্কা গ্রামে প্রতি বছর শীত মৌসুমো এই গাঁয়েরই সন্তান বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা ফরীদ মাসঊদ দা. এর আহ্বানে অনুষ্ঠিত হয়ে আসছে এই ইসিলাহী ইজতিমা।

ইজতিমাকে সাফল্যমণ্ডিত করার জন্য দেশবাসীকে সবাধন্ধব উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইজতিমার প্রধান ব্যাবস্থাপক, জানেশিনে শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ মাওলানা সদরুদ্দীন মাকনুন হাফিজাহুল্লাহ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *