মাদ্রাসায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ৮ নির্দেশনা

মাদ্রাসায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ৮ নির্দেশনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর আওতাধীন সকল স্তরের মাদ্রাসাকে আটটি নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (০২ আগস্ট) এসব নির্দেশনা দিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো:-

১. শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা।

২. স্ব-শরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা/অনুষ্ঠান অনলাইনে/ভার্চুয়ালি করা।

৩. গাড়ীর জ্বালানী সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা হতে ২০% হ্রাস করা।

৪. এ (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা) বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/দপ্তর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ২৫% বিদ্যুৎ ব্যবহার কমানো।

৫. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জামাদি ব্যবহার করা।

৬. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

৭. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিভাগের অধীন সকল দপ্তর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানে আলোক-সজ্জা বন্ধ রাখা।

৮. জ্বালানী সাশ্রয়ী একটি প্রতিবেদন প্রতি মাসের ১ম সপ্তাহে এ বিভাগে প্রেরণ করা।

পত্রের মর্মানুযায়ী জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আওতাধীন সকল স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক, কর্মচারী ও পরিচালনা কমিটিকে অনুরোধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *