১৪ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৫ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে এই মুহুর্তে জিম্বাবুয়েতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বুধবার (২১ জুলাই) সেখানেই ঈদুল আজহা উৎযাপন করছেন ক্রিকেটাররা।
সকালে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ইমামতিতে ঈদের নামায আদায়ের মাধ্যমে দিনটি শুরু হয় তাদের। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঈদের নামায আদায়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ভক্তদের ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন তাসকিন।
এছাড়াও ভক্ত-সমর্থকদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সতীর্থদের সাথে তোলা গ্রুপ ছবি শেয়ার করে লিখেছেন, ‘বাড়ি থেকে অনেক দূরে আমার দ্বিতীয় পরিবারের সঙ্গে ঈদের নামায আদায়। এই ঈদুল আজহায় আল্লাহর পরিত্র নেয়ামতকে আলিঙ্গন করুন। আপনার প্রার্থনা ও ত্যাগ কখনও বৃথা যাবে না।’