‘মুজিববর্ষে’ মোদির ঢাকা সফর নিশ্চিত

‘মুজিববর্ষে’ মোদির ঢাকা সফর নিশ্চিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ১৭ মার্চ ‘মুজিববর্ষ’ উদযাপনে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন। এ সফর সম্পর্কে যথাসময় আমরা আরও বিস্তারিত জানাব।’

রবীশ কুমার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের অক্টোবরে দিল্লি সফরকালে মোদিকে ‘মুজিববর্ষ’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানান।

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন।’

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাম্প্রতিক ঢাকা সফরের পর মুখপাত্রের এ ঘোষণা এলো। দুদিনের সফরে শ্রিংলা ঢাকার শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাৎ করেন।

এছাড়াও মুখপাত্র ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদির ব্রাসেলস সফর স্থগিতের বিষয়ে বিস্তারিত জানান। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সম্মেলনটি পেছানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদির এ মাসের শেষ নাগাদ কৌশলগত অংশীদারিত্ব প্রসারিত করার লক্ষ্যে বার্ষিক অনুষ্ঠান ভারত-ইইউ সামিটে যোগ দিতে ব্রাসেলস যাওয়ার কথা ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *