মুফতি ফয়জুল্লাহ আমান অনূদিত ‘একজাতিতত্ত্ব ও ইসলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন মাওলানা মাহমুদ মাদানী

মুফতি ফয়জুল্লাহ আমান অনূদিত ‘একজাতিতত্ত্ব ও ইসলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন মাওলানা মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস ও জনপ্রিয় কলামিস্ট মুফতি ফয়জুল্লাহ আমান অনূদিত—শাইখুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমাদ মাদানী (রহ.) লিখিত ‘মুত্তাহিদা কওমিয়্যাত আওয়র ইসলাম’ গ্রন্থের বাংলা সংস্করণ ‘একজাতিতত্ত্ব ও ইসলাম’ এর মোড়ক উন্মোচন করবেন হযরত মাদানী (রহ.)-এর পৌত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে ‘আইমান পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত এই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সায়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সৃজনশীল প্রকাশনা ‘আইমান পাবলিকেশন্স’ এর পরিচালক মাওলানা সাইফুর রহমান শোয়াইব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস, কাকরাইল সার্কিট হাউজ জামে মসজিদের খতীব মাওলানা আরীফ উদ্দীন মারুফ।

আরও পড়ুনঃ ইজতেমার দ্বিতীয় দিন শুরু, আসছেন মাওলানা মাহমুদ মাদানী

আরও উপস্থিত থাকবেন জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস, ঢাকা ইউনিভার্সিটির উর্দু বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা হুসাইনুল বান্না ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি মাওলানা সদরুদ্দিন মাকনুন-সহ সুধী জন ও দেশ বরেণ্য উলামায়ে কেরাম।

উল্লেখ্য, শাইখুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমাদ মাদানী (রহ.) প্রণীত ‘নকশে হায়াত’ এরও দুই খন্ডে অনুবাদ করেছেন মুফতি ফয়জুল্লাহ আমান। বাংলাদেশের বৃহৎ সৃজনশীল প্রকাশনা ‘ঐতিহ্য’ থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *