১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

মুফতি হারুন ইজাহারের জামিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না, এ শর্তে চট্টগ্রামের হাটহাজারীতে দায়ের করা মামলায় হেফাজত ইসলামের নেতা মুফতি হারুন ইজাহারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে মুফতি হারুন ইজাহারের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আগের আদেশ সংশোধন করে গত ৮ মে এ আদেশ দেন।

রোববার হারুন ইজাহারের আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩১ জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজত ইসলামের নেতা মুফতি হারুন ইজাহারকে হাইকোর্ট জামিন দেন। জামিনের শর্ত ছিল পাসপোর্ট জমা রাখতে হবে। কিন্তু হারুন ইজহারের কোন পাসপোর্ট নেই। হাটহাজারী থানার পুলিশের তদন্তেও তার পাসপোর্ট না থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। হারুন ইজাহার সব মামলায় জামিন পাওয়ার পরও এই পাসপোর্ট জমা রাখার শর্তের কারণে তিনি কারামু্ক্তি পাচ্ছিলেন না। এ কারণে আগের আদেশ সংশোধন চেয়ে আমরা হাইকোর্টে আবেদন করি। গত ৮ মে হাইকোর্ট সংশোধন করে আদেশ দেন। আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না, এ শর্তে জামিন দিয়েছেন।এখন তার কারামুক্তিতে বাধা নেই।

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হারুন ইজাহারকে গত বছরের ৩ জানুয়ারি জামিন দেন হাইকোর্ট।

২০২১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরার আদালত এ আদেশ দেন। ওই বছরের ২৮ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে মুফতি হারুন ইজহারকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

গ্রেপ্তারের পর ওই বছরের ২৬ ও ২৭ মার্চ হাটহাজারীজুড়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মুফতি হারুন ইজহার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলামের ছেলে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com