‘মুসলমানদের আত্মরক্ষায় কাজ করবে জমিয়ত ইয়ুথক্লাব’

‘মুসলমানদের আত্মরক্ষায় কাজ করবে জমিয়ত ইয়ুথক্লাব’

‘মুসলমানদের আত্মরক্ষায় কাজ করবে জমিয়ত ইয়ুথক্লাব’

ইয়ুথক্লাব খেদমতে খালকের সংগঠন : হাকিমুদ্দীন কাসেমী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (দেওবন্দ) : জমিয়তে উলামা হিন্দের ইয়ুথ ক্লাব খেদমতে খালকের সংগঠন মন্তব্য করে জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসেমী বলেছেন, জমিয়তের ইয়ুথ ক্লাব কোন জঙ্গি সংগঠন নয়। ইয়ুথ খেদমতে খালকের সংগঠন। ইয়ুথ ক্লাবে প্রশিক্ষণের পাশাপাশি তরুণদের তারবিয়্যাতের ব্যবস্থা রয়েছে। এই তারবিয়্যাতের কারণে তাদের যেহেন পরিষ্কার হয়। তারা নিঃস্বার্থভাবে ইসলাম, মুসলমান এ দেশের জন্য কাজ করবে।

ভারতে মুজাফফরনগরে ইসলামিয়া ইন্টার কলেজ মাঠে জমিয়তে উলামা হিন্দের ইয়ুথ ক্লাব আয়োজিত একটি প্রতিযোগিতা অনুষ্ঠানে জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি এসব কথা বলেন।
ডেইলি হামারা সমাজ সূত্রে জানা যায়, জমিয়তে উলামা হিন্দের অঙ্গ সংগঠন ইয়ুথ ক্লাবের এই প্রতিযোগিতায় ৭০০ জন তরুণ অংশ গ্রহণ করেছিলেন। তাদের প্রত্যেকেই ইয়ুথ ক্লাব থেকে প্রশিক্ষিত হয়েছেন।

মানুষের খেদমত করেই জমিয়তে উলামা হিন্দ একশো বছর পূর্ণ করেছে জানিয়ে মাওলানা হাকিমুদ্দীন কাসেমী বলেছেন, বিপদ-আপদে মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়ে, তাদের প্রয়োজন পূরণের চেষ্টা করেছে জমিয়তে উলামা হিন্দ। জমিয়ত মানুষের মধ্যকার বৈষম্য দূর করে সব মুনলমানদেরকে এক সামিয়ানার নিচে নিয়ে আসার জন্য চেষ্টা করছে।

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের উদ্দেশ্য মাওলানা হামিকুদ্দীন কাসেমী বলেন, ইয়ুথ ক্লাব থেকে প্রশিক্ষিত হয়ে মানুষের কল্যাণে কাজ করবে। দেশ ও মুসলমানদের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্বে জমিয়তের ইয়ুথক্লাবের কার্যক্রম শুরু হয়েছে। মাওলানা মাহমুদ মাদানীর উদ্দেশ্য হলো, ইয়ুথ ক্লাবে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক, বিশেষত মাদ্রাসায় পড়ুয়া যুবকেরা জমিয়তে উলামায়ে হিন্দের হয়ে দেশ ও দেশের জন্যে কাজ করবে। মুসলমানদের আত্মরক্ষা বাহিনী হিসেবে তাদেরকে গড়ে তোলা হবে। তোমরা নিজেদেরকে সেই ভাবে গড়ে তোলার চেষ্টা করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

মুজাফফর নগর জমিয়তে উলামা হিন্দের জেলা সেক্রেটারি কারী জাকির হোসাইন বলেন, ভারতীয় মুসলমানদের আত্মরক্ষার জন্যে জমিয়তে উলামায়ে হিন্দের ইয়ুথ ক্লাব গঠন করা হয়েছে। ইয়ুথ ক্লাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে জমিয়তে উলামা হিন্দের কর্মী হয়ে কাজ করবে। জমিয়তের আদর্শ আঁকড়ে ধরে রাখবে। ভারতে মুসলিম যুবকদেরকে জমিয়তের ইয়ুথক্লাবে প্রশিক্ষণ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

ইয়ুথক্লাবের প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ সাঈদ, কারী আহমদুল্লাহ, মুফতি মুহাম্মদ ইয়ামীন, মাওলানা ইসমাঈল সাদিকী, মাওলানা হোসাইন আহমদ, কারী মোহাম্মদ আরিফ, মাওলানা মুহাম্মদ ইকবাল, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা কালিমুল্লাহ, মাওলানা মুআয হোসাইন, কারী হিফজুর রহমান, কারী আব্দুল মাজীদ, মুফতি আব্দুস সামাদ, মাওলানা আরশাদ আহমদ, মাওলানা ইসরাইল, মাওলানা শাহাদত আহমদ, মাওলানা নওশাদ আহমদ, কারী মুহাম্মদ আদিল, মাওলানা মুহাম্মদ কামিল, মাওলানা নাদিম, মাওলানা হেদায়াতুল্লাহ সিদ্দিকী প্রমুখ।

বক্তৃতা করছেন জমিয়তে উলামার হিন্দের সেক্রেটারী মাওলানা হাকিমুদ্দীন কাসেমী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *