৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি বিশ্ববাজারে কম থাকা স্বত্ত্বেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিরোধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সচেতনতামূলক জনসংযোগ কর্মসূচি পালন করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।
শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টা থেকে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে নতুন দরিদ্র সাড়ে ৪ কোটি মানুষের কথা ভুলে গিয়ে নিম্ন-মধ্যবিত্ত মানুষদের কথা ভুলে গিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে জালিম শাসকের পরিচয় দিচ্ছে বর্তমান সরকার।
পুরানা পল্টন, কাকরাইল, মতিঝিল, শান্তি নগরসহ বিভিন্ন এলাকায় জনসংযোগের সময় উপস্থিত ছিলেন এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য মামুনুর রশীদ, মহিদুল হক প্রমুখ।
এসময় তারা বলেন, জনগণের রক্ত চুষে সরকার রাজনৈতিক-অর্থনৈতিক-প্রশাসনিক ব্যক্তিদের নিয়ে আরাম-আয়েশে ক্ষমতাকে আঁকড়ে রাখতে চায়, কিন্তু তারা ভুলে গেছে ছাত্র-যুব-জনতাকে বাদ দিয়ে অতীতেও কেউ ক্ষমতায় থাকতে পারেনি, আগামীতেও পারবে না।