মৃত্যু | ফারুক নওয়াজ
মৃত্যুর রঙ বুঝি গাঢ় নীল, বাদামি, সবুজ?
রক্তের চেয়ে লাল? ডিমের খোসার মতো ধবধবে শাদা?
মানুষের জ্ঞাতব্য নয়; তারা তো অবুঝ।
মৃত্যু কী সমুদ্রের ভেতরে থাকা অলৌকিক জোঁক?
লাল বাঘ? আঁধারের সুতীব্র চোখের ধাঁধা?
চাঁদহীন তারাহীন রাত্রির অদৃশ্য আলোক?
মৃত্যুর গন্ধ কী দাদখানি চালের মতো– কুসুমঘ্রাণ?
মৃত্যু কী মৃগনাভি? শিশুর ঘামের মতো সুমসুম ঝাঁঝ?
গোলাপে-আতরে করে মতোয়ারা সাত-আসমান?
মৃত্যুর উৎস কী? আত্মাকে লুট করে কোথা আসে রেখে?
মেঘের বৃন্তে ফোঁটা শীতল ফুলের মতো বরফের ভাজ?
মৃত্যু কী আত্মাকে লুট করে গেঁথে রাখে পেরেকে?
মৃত্যু কী মেঘের পালকের মতো অসম্ভব উপমা?
মৃত্যু থামে না বুঝি; মৃত্যুর নেই ড্যাশ, নেই দাড়ি-কমা?
আলোহীন, ছায়াহীন, দৃশ্যহীন, মৃত্যু কী বাতাসের সুঁই?
হয়তো মৃত্যু এক দৃষ্টিহীন. অশ্রুহীন: মানে না কিছুই।
………………………………………………
*কাল রাতে রাধা কেদেছিল’ গ্রন্থ থেকে।