মোসাব্বির আহে আলীর কবিতা

মোসাব্বির আহে আলীর কবিতা

মোসাব্বির আহে আলী

মজলুম

দলিত আঙুরের থোকা
হাওয়ায় পুড়ছে সতর্কতা
দেখি ভূলুণ্ঠিত ভোরের
মাথায় মক্তবগামী ব্যথা

ঝুরঝুরে ভঙ্গুর ইয়েমেন
হাওয়ায় নড়ছে সতর্কতা

মানুষ পথে নেই, ঘরেও নেই

বিকেল হলেই শহরের ছাদগুলা ভীষণ
হল্লায় হইতেছে ভরপুর
ঘুড়ি ওড়ার ছড়-ছড় শব্দ আসতেছে কানে।

জানলায় ঝুলতেছে ভোকাট্টা ঘুড়ির শুঁড়
মানুষ পথে নেই, ঘরেও নেই অনেকেই
কিশোরীর গুনগুন গান আর ছাদবাগান
কচলানো তাঁর লেবুপাতার হাত
নিচে নেই চিৎকার ও শোরগোল
ছাদে ছাদে যোগাযোগ, কিয়া বাত!

মানুষ মাটির দিকে ঝুঁকবার আগেই
ঝুঁকুক একটু আকাশের দিকে
একা খাঁ-খাঁ হৃদয়ের শাখা
আর কত হবে ফিকে?

মানুষ পথে নেই, ঘরেও নেই অনেকেই

কবি

লোকটার হৃদয়ে থাকবে একটা নির্জন রেললাইন—

ব্যক্তিগত একান্ত ওয়াগন, স্নিগ্ধ লোকোমোটিভ। র’বে কলহাস্য ও হীরক আলাপের পিঠে বিষণ্ন কেবিনের মেমোরি। চলন্তে জানলায় দিঘির ভ্রুকুটি নেবেন তিনি, পাহাড়ের পাশে। নেবেন পার্বত্য বুনো খাগড়ার হ্যান্ডশেক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *