ম্যাক্রোঁর সমালোচনা করায় মিসরে গ্রেফতার মসজিদের ইমাম

ম্যাক্রোঁর সমালোচনা করায় মিসরে গ্রেফতার মসজিদের ইমাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতিকালে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শনী ও ইসলামবিদ্বেষী মন্তব্যের কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করায় মিসরের একটি মসজিদের ইমামকে আটক করার অভিযোগ উঠেছে।

আহমাদ হাম্মাম নামের ওই ইমামকে দেশটির ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ আটক করেছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের খুতবায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করেন আহমাদ হাম্মাম ওই ইমাম। মিসরের উত্তরাঞ্চলীয় আলেক্সান্দ্রিয়া প্রদেশের একটি মসজিদের ইমামতি করতেন তিনি।

ইরনা জানিয়েছে, এ খবর পেয়ে ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে ইমাম হাম্মামকে আটক করে বিচার বিভাগের হাতে তুলে দিয়েছে মিসরের পুলিশ।

দেশটির গণমাধ্যম সূত্রে ইরানি এ বার্তা সংস্থাটি জানিয়েছে, হাম্মামের বিরুদ্ধে জনগণকে সহিংসতা ও সন্ত্রাসবাদে উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছে।

মিসরের ওয়াকফ মন্ত্রী মোহাম্মাদ মোখতার জুমা জানিয়েছেন, তিনি আহমাদ হাম্মামকে বরখাস্ত করার এবং হাম্মাম যাতে আর কোনো মসজিদের ইমামতি করতে না পারেন সে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ফ্রান্সে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক এক ক্লাসে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর কারণে শিক্ষককে হত্যার ঘটনা ঘটে। এ নিয়ে ফ্রান্সজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে জোরালো অবস্থান নিয়ে ইসলামকে সরাসরি আঘাত করেন। এছাড়াও ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না বলেও জানান তিনি।

ফ্রান্স প্রেসিডেন্টের এ ঘোষণায় মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর প্রতিক্রিয়ায় মুসলিম নেতারা ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানান।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *