২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মরক্কোর বিরুদ্ধে যুদ্ধ এড়ানোর জন্যই প্রতিবেশী এই দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছিল আলজেরিয়া। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেবোউন ফরাসি একটি পত্রিকাতে দেওয়া এক সাক্ষাতকারে এই তথ্য প্রকাশ করেছেন।
গত বছরের আগস্টে মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আলজেরিয়া। ফরাসি সংবাদপত্র লা ফিগারোর সাথে কথা বলার সময়, টেবোউন জানিয়েছেন, ১৯৬৩ সালের যুদ্ধের সময় থেকেই মরোক্কোর সাথে তার দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। অবশ্য তিনি জোর দিয়ে বলেছেন, ‘আলজেরিয়ার সমস্যা মরোক্কোর শাসকদের সাথে, জনগণের সাথে নয়।’
এই প্রসঙ্গে আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, আলজেরিয়াতে ৮০ হাজার মরক্কোর অধিবাসী কোনো সমস্যা ছাড়াই বসবাস করছেন। তবে মরক্কোর সাথে কূটনৈতিক এই সংকট সমাধান করার জন্য তিনি তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছেন।
এদিকে পশ্চিম সাহারা কেন্দ্রিক বিরোধের জেরে ২০২১ সালের আগস্টে রাবাতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আলজেরিয়া। বিতর্কিত এই অঞ্চলটির উপর প্রতিবেশী উভয় দেশই মালিকানা দাবি করে। মরক্কো মরুভূমি অঞ্চলটির প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে। অপরদিকে আলজেরিয়া এই অঞ্চলের বিদ্রোহী পলিসারিও ফ্রন্টকে সমর্থন দিয়ে আসছে।
এছাড়া ২০২০ সালে মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি করেছিল তাতে আলজেরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। আলজেরিয়া এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।
তবে সদ্য সমাপ্ত বিশ্বকাপে মরক্কোর জাতীয় দলের সাফল্যে অভিনন্দন জানিয়েছে আলজেরিয়া। এই প্রসঙ্গে টেবোউন বলেছেন, ২০১৯ সালে আমরা যখন আফ্রিকান কাপের শিরোপা জয় করি তখন তারা আমাদের প্রশংসা করেছিল। এখন আমরাও তাদের অভিনন্দন জানিয়েছি।
সূত্র: দ্য নিউ আরব