৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাইপলাইনে মেরামত কাজের জন্য ঢাকাসহ ১৩ এলাকায় রবিবার (৭ আগস্ট) রাত ১০টা থেকে সোমবার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি কাজের জন্য রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত শ্যামপুর, পোস্তগোলা, দোলেশ্বর, জিনজিরা, হাসনাবাদ, পানগাঁও, শুভাড্ডা, ইকুরিয়া, চনকুটিয়া, কদমতলী, কালিন্দা, আগানগর ও ফতুল্লায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এ সময়ে আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে বলে জানিয়েছে ডিস্ট্রিবিউশন কোম্পানি।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।