রমজানে প্রতিদিন ৫ বার জীবাণুমুক্ত করা হয় মসজিদে নববী

রমজানে প্রতিদিন ৫ বার জীবাণুমুক্ত করা হয় মসজিদে নববী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র স্থান মসজিদে নববী প্রতিদিন ৫ বার জীবাণুমুক্ত করা হয়। সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির দৈনিক সৌদি গেজেট।

এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে মসজিদে নববীর পুরো কম্পাউন্ড দিনে ৫ বার জীবাণুমুক্ত করা হয় এবং শৌচাগারগুলো পরিষ্কার করা হয় দিনে অন্তত ১০ বার। আরও বলা হয়েছে, এই পরিচ্ছন্নতা কাজের জন্য প্রতিদিন ব্যবহার করা হয় ৩০০টি কার্পেট পরিষ্কারক ভ্যাকুয়াম ক্লিনার, ৯২টি ফ্লোর ওয়াশিং মেশিন, ১৮ হাজার লিটার পারিবেশবান্ধব তরল জীবণুনাশক এবং ১ হাজার ৫০০ লিটার ফ্রেশনার।

এছাড়া বয়স্ক লোকজনের নামাজ পড়ার সুবিধার জন্য সম্প্রতি কর্তৃপক্ষ মসজিদে ১০ হাজার চেয়ার সরবরাহ করেছে বলেও উল্লেখ করা হয়েছে এসপিএর প্রতিবেদনে।

বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের শীর্ষ পবিত্র স্থান মক্কার কাবা শরিফ, তার পরেই মদিনার মসজিদে নববী। হজ এবং ওমরাহযাত্রীদের জন্য যদিও এই মসজিদ পরিদর্শন বা এখানে নামাজ আদায় বাধ্যতামূলক নয়; তবে প্রতি বছর যারা হজ ও ওমরাহ পালনের জন্য সৌদিতে যান, তাদের একটি বড় অংশ এই মসজিদটি পরিদর্শন করতে বা নামাজ আদায় করতে আসেন।

কারণ, ইসলামের প্রথম মসজিদ মসজিদে নববী। এই ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (স.) নিজে এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *