রমজান আলী মামুন | ফারুক নওয়াজ
রমজান আলী মামুন তোমাকে মনে পড়ে খুব করে..
তুমি ছিলে এক আবেগী দুলাল সৃষ্টির খেলাঘরে।
দীপ্তসজল হাসিমাখা মুখ’– সৃজন-অন্ত মন;
তুমি ছিলে যেন কর্মচপল চঞ্চল খঞ্জন।
হৃদয়ের টানে চট্টলা গেছি হয়তো অকস্মাৎ..
স্বাগত জানাতে সবার আগেই তুমিই বাড়াতে হাত।
তুমি ছিলে এক অন্যরকম; বলব তুলনাহীন..
সখ্যে-লক্ষ্য, মনে ও সৃজনে অপরূপ অমলিন।
এত তাড়াতাড়ি চলে গেলে তুমি’? কী লিখি তোমায় নিয়ে..
জানি না তোমার ছড়ার গাড়িটা থামল কোথায় গিয়ে।
গেলে বুঝি কোনো গোপন কষ্ট লুকিয়ে বুকের খামে..
‘নীলডানা এক পাখি’ হয়ে দূরে ‘সবুজাভ কোনো গ্রামে”।
রমজান আলী মামুন তোমাকে ভোলা বড় দুঃসহ..
হারাতে চেয়েও হারাতে পারোনি মনে পড়ো অহরহ।
চাইলেই বুঝি যায় কী হারানো? কী করে হারাবে তুমি..
তোমাকে রেখেছে মায়ায় জড়িয়ে তোমার জন্মভূমি।
তোমার হাজারো স্বজনের মনে দুলবে তোমার স্মৃতি..
আলোর আসরে থাকবে তোমার মায়াবী উপস্থিতি।
২৬.০৯.২০১৯