রাখাইন রাজ্য রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয় : জাতিসংঘ

রাখাইন রাজ্য রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয় : জাতিসংঘ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয় বলে মনে করে জাতিসংঘ। থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দপ্তর গত রবিবার এক বিবৃতিতে এ কথা জানায়।

ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গাদের একটি দলের সঙ্গে সাক্ষাতের জন্য মিয়ানমারের প্রতিনিধিদলের বাংলাদেশে সফর সম্পর্কে ইউএনএইচসিআর অবগত। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপক্ষীয় পাইলট প্রকল্পের আওতায় সফরটি হচ্ছে। তবে এই আলোচনার সঙ্গে জড়িত নয় ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআর আরো বলেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে ইউএনএইচসিআরের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ইউএনএইচসিআরের মূল্যায়নে, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বর্তমানে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল নয়। ইউএনএইচসিআর মনে করে, প্রত্যেক রোহিঙ্গার বিষয়টি জানা উচিত এবং নিজ দেশে তারা ফিরতে চায় কি না সেই বিষয়েও তাদের মতামত জানানোর অধিকার রয়েছে। কোনো রোহিঙ্গাকে দেশে ফেরার জন্য বাধ্য করা উচিত নয়।

বর্তমান সংকট শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ ধারাবাহিকভাবে স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসনের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রত্যাবাসনের অধিকার সংরক্ষণের প্রচেষ্টার সমর্থনে, ইউএনএইচসিআর মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতির বিষয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা ও সংলাপকে গুরুত্বপূর্ণ বলে মনে করে।

রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ইউএনএইচসিআর মিয়ানমারের সঙ্গে কাজ করছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় প্রত্যাবাসনে অংশ নেয় সে জন্য বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে তারা কাজ করা অব্যাহত রাখবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরির প্রচেষ্টাকেও সংস্থাটি সমর্থন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *