পাথেয় রিপোর্ট : রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, নিহত কামাল মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ ব্যাপারে পল্টন থানার এসআই সৈয়দ আলী জানান, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাছে মাদক কারবারিদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। পরে নিহত যুবককে মাদক কারবারি বলে শনাক্ত করা হয়।
তিনি আরো জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।