নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে প্রাইভেটকারের ধাক্কায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তার নাম ফারুক (৪৮)।
শুক্রবার ভোরে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারুক মৌলভীবাজারের মৃত সুলতান আহমেদের ছেলে। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনে থাকতেন এবং নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মী ফারুকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।