২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর প্রগতি সরণির নর্দ্দা এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইসয়ামিন বলেন, শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, বাসটি নতুন বাজার পার হয়ে টঙ্গীর দিকে যাওয়ার সময় নদ্দা এলাকায় হঠাৎ আগুন ধরে যায়। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চলন্ত বাসটিতে আগুন ধরে গেলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তবে ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন ধরে যায়।