রাজস্থানের কিছু অজানা ইতিহাস এবং কুলধারা গ্রাম
ইন্দ্রানী চক্রবর্তী : জয়শলমীর থেকে ২৮ কিমি দূরে এক পরিত্যক্ত গ্রাম আছে, যার নাম “কুলধারা।”. ১৩ শতকে এই গ্রাম ছিল জনবহুল ও উন্নত। এখানকার বাসিন্দারা ছিলেন মূলত পালিহাল ব্রাহ্মণ। তারা নিজের জাত্যাভিমানের জন্য গর্বিত ছিলেন।
জনশ্রুতি এই যে, ২০০ বছর আগে মহারাজ এর রাজপুত প্রধানমন্ত্রী সালাম সিং এই গ্রামের একজন সুন্দরী মেয়ে কে বিয়ে করতে চান। কিন্ত মেয়ের বাবা একজন অব্রাহ্মণের সাথে বিয়ে দিলে সমাজচ্যুত হবার ভয়ে নারাজ ছিলেন। এর পরে প্রধানমন্ত্রী সালাম সিং হুমকি দেন তিনি জোর করে বিয়ে করবেন, কোন বাধাই মানবেন না। এই গ্রামে ৮৪ টি পরিবার ছিল। ঠিক পরের দিন যখন সালাম সিং কুলধারায় যান, দেখেন রাতারাতি ৮৪ টি পরিবার তাদের সব রকম জিনিসপত্র নিয়ে উধাও। তাদের আর কোনদিন ই সন্ধান পাওয়া যায় নি।
পরবর্তীকালে এই পরিত্যক্ত গ্রাম নিয়ে গবেষণা করে জানা যায় ভূমিকম্প বা জলের অভাবে তা জনশূন্য হয়ে পরে৷
আজ সেই কুলধারা গ্রামে গেলাম। স্থানীয় বাসিন্দারা এই গ্রামকে ভৌতিক ও অভিশপ্ত বলে মনে করে।।