রাশিয়ায় কয়লাখনি দুর্ঘটনায় ৫২ শ্রমিক নিহত

রাশিয়ায় কয়লাখনি দুর্ঘটনায় ৫২ শ্রমিক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ৫২ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। এ ঘটনায় বেশ কয়েকজন খনিতে আটকা পড়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, মস্কো থেকে সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরে অবস্থিত তুষারঢাকা কেমেরোভো অঞ্চলের লিস্টভিয়াঝনিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ড ঘটনা থেকে দুর্ঘটনার সূত্রপাত। পরে সেখানে আটকা পড়েন অনেক শ্রমিক। তাদের উদ্ধারে কার্যক্রম শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়।

দুর্যোগ ব্যবস্থাপনায় যুক্ত থাকায় এক কর্মকর্তা জানান, উদ্ধার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন আটকে থাকা শ্রমিকরা। তাদের অনেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েন। আটকে থাকা কেউ হয়তো জীবিত নেই।

বিবিসি জানায়, খনিতে ২৮৫ জন শ্রমিক কাজ করতো। আগুনের ঘটনায় তাদের অধিকাংশই বের হয়ে আসতে সমর্থ হয়।

উদ্ধারকারীরা জানান, তারা ৪৯ জন শ্রমিককে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

স্থানীয় গভর্নর সের্গেই সিভিলেভ বলেছেন, খনিতে অতিমাত্রায় মিথেন ও কার্বন ডাই–অক্সাইড গ্যাসের উপস্থিতি রয়েছে। তাই খনিটি বিস্ফোরণের প্রচণ্ড ঝুঁকিতে আছে। এ কারণে গ্যাস না কমা পর্যন্ত উদ্ধার ও তল্লাশি অভিযান স্থগিত করেছে উদ্ধারকারী বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *