পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে আরও কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বৃহস্পতিবার দেশে রিজার্ভ আছে ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলার। গত মঙ্গলবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১০৫ কোটি ডলার পরিশোধ করার পর রিজার্ভ কমে গেছে। যা আগে ছিল ৩২ দশমিক ৩০ বিলিয়ন ডলার। ঠিক এক বছর আগে একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ৪৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ রিপোর্টে এ তথ্য জানা গেছে। এখন যা রিজার্ভ আছে তা দিয়ে প্রায় চার মাসের (প্রতি মাসে ৮ বিলিয়ন হিসাবে) আমদানি ব্যয় মেটানো যাবে।
এদিকে নানাভাবে রিজার্ভ কমে যাওয়া ঠেকানোর চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে পাওয়া ঋণের প্রথম কিস্তির প্রায় ৪৭ কোটি ডলার রিজার্ভে যুক্ত করা হয়েছে।
২০২১ সালের আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার।
তবে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আসছে তার চেয়ে বেশি খরচ হচ্ছে। এতে কমে যাচ্ছে রিজার্ভ।