ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের টানা তৃতীয় শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। রেফারি বাঁশি বাজানোর একটু পরেই ক্রিস্টিয়ানো রোনালদোকে ধরেন বিইন স্পোর্টসের এক সাংবাদিক। তিনি তার সাক্ষাৎকার নেন। সেখানে রিয়ালের সমর্থকদের দুশ্চিন্তার মধ্যেই ফেলে দিয়েছেন। ইঙ্গিত দিয়েছেন রিয়াল মাদ্রিদ ছাড়ার।
সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আগামী দিনগুলোতে আমি আমার ভবিষ্যৎ সম্পর্কে বলব। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারাটা আমার জন্য দারুণ কিছু। পরবর্তীতে আমি আমার উত্তর দিব। এখন আমি এই মুহূর্তটা উপভোগ করতে চাই। আসলে যেকোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। আমরা আজ ইতিহাস গড়েছি।’
এরপর রোনালদো বলেন, ‘আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না যে আগামী বছরও একই ক্লাবে থাকব। এই বিষয়ে পরবর্তীতে আমি কথা বলব। লিগ শেষে আমি বিশ্রাম নিব এবং জাতীয় দলের সঙ্গে যাব। তারপর দেখা যাক কী হয়।’
ফাইনালে গোল করতে মরিয়া হয়ে খেলেছেন রোনালদো। কিন্তু কয়েকটি সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি। শেষ মুহূর্তে তিনি লিভারপুলের গোলরক্ষককে একা পেয়ে যান। শট নিবেন। সেই সময় একজন দর্শক মাঠে ঢুকে পরায় আর গোল করা হয়নি। এর কয়েক সেকেন্ড পরেই রেফারি চূড়ান্ত বাঁশি বাজান। গোল করতে না পারলেও শিরোপা জিতে দারুণ খুশি পর্তুগালের এই তারকা, ‘আমি এই মুহূর্তটা দারুণ উপভোগ করেছি। শিরোপা জয় দারুণ কিছু।’
উয়েফা চ্যাম্পিয়নস লিগের এই আসরে রোনালদো ১৫ গোল করেছেন।
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। সেই থেকে স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলে যাচ্ছেন তিনি। প্রত্যেক মৌসুমেই তার রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা যায়। দিনশেষে তিনি রিয়ালেই থাকেন। এবারও তেমন কিছু হয় কিনা দেখার বিষয়।
_____________
patheo24,/105