রুবাইয়াৎ | শরিফ হাসানাত

রুবাইয়াৎ | শরিফ হাসানাত

রুবাইয়াৎ
শরিফ হাসানাত

বাস্তবতার আঁচল ধরেই চালাতে হয় মনগাড়ি
ভাঙা সাঁকো আবেগ তুল্য ঘটতে পারে প্রাণহানি।
খুব ধারালো বাস্তবতা এদিক সেদিক হলেই খুন
ঠুনকো আবেগ অস্থায়ী সব এক পলকে দেয় পাড়ি।

বিশ্বাসের ঘর ভেঙে পড়ে অন্ধ প্রেমের মুগ্ধতায়,
কিছু মানুষ খুব লোভাতুর বান টেনে শ্বেত দুগ্ধ খায়।
পাত্র বুঝে গাত্র ঢালা কয় জনেই তা বুঝে কি?
বিশ্বাসী মন পেতেই হলে সংশয় পুড়ো শুদ্ধতায়।

পোষাক কিংবা মিষ্টি কথায় মানুষ চেনা যায় না তো
বিষাক্ত দাঁত কাটবে কখন এ রহস্য কে জানতো?
উপর দিয়ে খুব অনুরাগ ভেতর জগত হিংস্র জাল
যাদুর তাপে যে পড়েছে, সে মানুষ পথ পায় না তো।

আমার মনের রহস্যভেদ জানে না কেউ প্রভু ছাড়া,
কোন ইশারায় বুঝলেন আমি তব প্রেমে আত্মহারা?
আমার পরে ক্রোধ ও ঘৃণার যে অনলে পুড়ছে মন
সেই মনেতে তো ঝরার কথা প্রেমময় ঝরণাধারা।

জীবন প্রদীপ যাচ্ছে নিভে পাপের কৃষ্ণ পবনে
হয়তো বা শেষ চঞ্চলা প্রাণ মৃত্যু জ্বালার চুম্বনে।
অবাধ্যতার উল্টো স্রোতে গা ভাসালাম বহুদূর
ঐশী আলোর চাই জ্বালানি মাটির গড়া ভবনে।


আরও পড়ুন: রুবাইয়াৎ ● আদিল মাহমুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *