রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে কড়া বার্তা পাঠাবে ইন্দোনেশিয়া

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে কড়া বার্তা পাঠাবে ইন্দোনেশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে দেশটির কাছে কড়া বার্তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ইন্দোনেশিয়া। বুধবার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, ‘আমরা রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য মিয়ানমারকে কড়া বার্তা দিতে যাচ্ছি।’

রোহিঙ্গারা জোরপূর্বক বিতাড়িত হওয়ার পর তিন বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ তাদের দেখভাল করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এটি বাংলাদেশের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফিং করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।

কোভিড-১৯ মহামারি উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই মহামারি মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর ২১তম মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে ঢাকায় আগত ইন্দোনেশিয়ার মন্ত্রী বলেন, ‘তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন।’

এসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *