লটারিতে কোটি টাকা পেল কৃষকের ছেলে

লটারিতে কোটি টাকা পেল কৃষকের ছেলে

লটারিতে কোটি টাকা পেল কৃষকের ছেলে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: যখন টাকায় চিনে মানুষ তখন কেউ আর ঠেকাতে পারে না। কোনো না কোনোভাবে সে অর্থ তাকে ছুঁবেই।

কোটিপতিকে খুঁজতে গিয়ে শীতেও ঘাম ছুটে গেছে পুলিশের। তবে কর ফাঁকি বা অপরাধের কারণে নয়। লটারি জিতে হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়া এক যুবকের নিরাপত্তার জন্যই তাকে খুঁজছিল পুলিশ। দু’দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর সোমবার রাতে ওই যুবকের খোঁজ পাওয়া গেছে।

অসীম সমাদ্দার নামের ওই যুবকের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হাবিবপুর থানার প্রত্যন্ত দাল্লা গ্রামে। জীবনে প্রথম লটারির টিকিট কেটেই রাতারাতি কোটিপতি হয়ে গেছেন কৃষকের এই ছেলে।

পুলিশ বলছে, তার নিরাপত্তার জন্যই তাকে খোঁজা হচ্ছিল। ওই যুবক অবশ্য জানিয়েছেন, প্রতিবেশীরাই তার নিরাপত্তা বিষয়টি দেখবেন। তবে পুলিশ জানিয়েছে, যে কোনো সময় প্রয়োজন মনে হলেই তাদের খবর দিতে।

টিকিট কেটে এক কোটি টাকা জেতার অনুভূতি সম্পর্কে অসীম বলেন, এতগুলো টাকা! প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না। বেশ কয়েক বার দেখার পর যার কাছ থেকে টিকিট কেটেছিলাম তাকে ফোন করি। সেও যখন একই নম্বর বলল, তখন ভয় করতে লাগল। তাই চেপে গেলাম। কিন্তু রাতে ঘুম হলো না। পেটের ভেতর কেমন করতে লাগল। শেষ পর্যন্ত রোববার ক্লাবের বন্ধুদের জানাই।

এভাবে এতগুলো টাকা কখনও পাবেন সেটা কল্পনাও করেননি অসীম। টিকিট কেনার সময়ও তার মনে হয়নি যে, তিনিই প্রথম পুরস্কারটি পাবেন। কিন্তু ভাগ্যগুনে একবারে কোটিপতিই হয়ে গেলেন এই তরুণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *