লাখো ভক্তের চোখের জলে বিদায় আল্লামা তাফাজ্জুল হক রহ.
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: লাখো ভক্ত, শীষ্য, আত্মীয়স্বজনের একান্ত ভালোবাসায় হবিগঞ্জের উমেদনগরে যেনো মিশে গিয়েছিলো প্রবলজনস্রোতের মহাসাগরে। শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক রহ.-এর নামাজে জানাযা অনুষ্ঠিত হলো। সারা হবিগঞ্জ দেখলো, একজন দ্বীনদার মানুষের কদর। যেনো একটা কাব্যিক বিদায় তার। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, হবিগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে শেষবারের মতো দেখতে লাখো মুসল্লি উপস্থিত হয় জানাযায়। জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাযার নামাজ। বড় ছেলে মাওলানা মাসরুরুল হক জানাযার নামাজে ইমামতি করেন।
সোমবার সকাল ১০ টায় হবিঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের।
নিজের সাধনার জায়গা, নিজের একান্ত ইচ্ছাও ছিল উমেদনগর মাদরাসার ফুলবাগানে তিনি শায়িত হবেন। অন্তিম ইচ্ছা অনুযায়ী সেখানেই আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. কে সমাহিত করা হয়।
সকাল দশটায় জানাজার সময় নির্ধারিত হলেও প্রিয় মানুষকে একনজর দেখতে (রোববার) রাতেই মাদরাসা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল হতেই মাদরাসার আশপাশ লোকে লোকারণ্য হয়ে পড়ে। দেশের শীর্ষ আলেমের জানাজায় স্থানীয় ওলামায়ে কেরাম ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন হাজারো আলেম ও ছাত্র-জনতা।
জানাজার নামাজে অংশ নেন- জমিয়তে উলামায়ে ইসলামরে সভাপতি আল্লামা আব্দুল মুমিন (শায়েখে ইমামবাড়ি), জমিয়তের সাধারণ সম্পাদক নুর হোসাইন কাসেমী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, বেফাকের সহ সভাপতি মাওলানা আনাছ মাদানী, বেফাক সহসভাপতি ও গহরপুর মুসলেহুদ্দীন রাজু, বাহাউদ্দিন যাকারিয়া।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ আনসারী। মাওলানা সাজিদুর রহমান (বাহ্মণবাড়িয়া), মাওলানা হাসানাত আমিনী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, আব্দুর রব ইউসুফি, জামিয়া রেঙ্গার মোহতামিম মাওলানা বাহাউদ্দিন বোরহান।
এছাড়াও উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের সিলেট জোনের সহকারী পরিচালক এড. আব্দুল করিম, হবিগঞ্জ জেলা সভাপতি, মরহুমের বেয়াই মাওলানা হুসাইন আহমদ নুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিসহ আরো অনেকে।
প্রসঙ্গত, রোববার বিকেল ৪ টা৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে শেরপুরে তিনি ইন্তেকাল করেন। কিছুদিন আগেও রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকাৎসাধীন ছিলেন। পরে হার্টের এনজিওগ্রামও করা হয়। এর আগে, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।